বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কাস্টমস হাউস ঢাকা’র প্রিভেন্টিভ টিম ২২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এয়ারফ্রেইট আমদানি কার্গো শাখায় এয়ারফ্রেইট ইউনিটের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুইটি এয়ারওয়ে বিলের মাধ্যমে বন্ড সুবিধায় ঘোষিত পণ্য হিসেবে আমদানিকৃত পেপার লেবেল, গাম টেপ ও লেইসের সাথে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ সিগারেট স্ট্যাম্প ও মোবাইল ফোনের LCD পাওয়া যায়।

আমদানিকারক প্রতিষ্ঠান মাহাদী ফ্যাশন (প্রাঃ লিঃ), পূবাইল, গাজীপুর উক্ত দুইটি এয়ারওয়ে বিলের মাধ্যমে চায়না থেকে প্রায় ৩ টন গার্মেন্টস এক্সেসরিজ ঘোষণায় পণ্যচালান আমদানি করে এবং পরবর্তীতে তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্ট কর্তৃক উক্ত আমদানির বিপরীতে পণ্য ঘোষণা (Bill of Entry) দাখিল করা হয়। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান ও তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্ট সিটি এয়ার লাইনস পারস্পরিক যোগসাজশে উক্ত দুইটি এয়ারওয়ে বিলের মাধ্যমে ঘোষিত পণ্যের সাথে ঘোষণা বহির্ভূত ৯৬ লাখ পিস আমদানি নিষিদ্ধ সিগারেট স্ট্যাম্প এবং ২২২ কেজি মোবাইল ফোনের LCD খালাসের অপচেষ্টা করেন।
বিশ্বস্ত সূত্রের তথ্যমতে, আটককৃত পণ্য খালাস হয়ে সিগারেট সরবরাহে ব্যবহৃত হলে সরকারের আনুমানিক প্রায় ৯৪ কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো। এ ঘটনায় আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।