চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ২৮ জুন থেকে এনবিআরে লাগাতার ‘কমপ্লিট শার্টডাউন’

জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) চেয়ারম্যান মো. আবদুর রহমানের পদত্যাগের দাবিতে বুধ ও বৃহস্পতিবার (২৫ ও ২৬ জুন)যথা নিয়োমে অবস্থান কর্মসূচি এবং শনিবার (২৮ জুন) কমপ্লিট শার্টডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত কর্মীদের প্ল্যাটফর্ম NBR সংস্কার ঐক্য পরিষদ।

 আজ মঙ্গলবার (২৪ জুন) NBR চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা এ ধরনের কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের সভাপতি হাসান মুহম্মদ তারেক রিকাদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা। এ সময়ে নেতৃবৃন্দ আগের দিন সোমবারের কর্মসূচি সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করেন।

তারা বলেন, নির্ধারিত সময়ে মধ্যে দাবি না মানায় ২৫ জুন থেকে কর্মসূচি বহাল থাকবে। কর্মসূচির মধ্যে বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করা হবে।

এ ছাড়া আগামী শুক্রবারের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল না করা হলে এবং পতিত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী শনিবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলমান থাকবে।

ঐক্য পরিষদের দাবি চারটি হলো,

এনবিআর চেয়ারম্যানের অপসারণ; ইতোমধ্যে জারি করা প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল; প্রতিহিংসা ও নিপীড়নমূলক নতুন কোনো বদলি আদেশ জারি করা যাবে না; রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ NBR সদস্যদেরকে বাদ দিয়ে নতুন করে কমিটি গঠনের আদেশ জারি করা ।

নেতৃবৃন্দ এনবিআরের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সহায়তাকারী ৪৪ সচিবের তালিকার ৩ নম্বরে নাম রয়েছে বর্তমান চেয়ারম্যানের। আরো উল্লেখ করে বলেন, বর্তমান চেয়ারম্যান এনবিআরকে অংশগ্রহণমূলক সংস্কার কার্যক্রমে পদে পদে বাধাদানকারী। বর্তমান চেয়ারম্যানের আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মতামত না নেওয়া; আন্দোলনরতদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া; পত্র-পত্রিকা ও সামাজিক মাধ্যমে সংস্কার কর্মসূচির সমালোচনাকারী ও তুলনামূলক তার ফেবারের জুনিয়র কমিটিতে অন্তভুক্ত করা; নিপীড়নমূলক বদলি; বাইরে থেকে লোক এনে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি এবং এনবিআরকে বিলুপ্তি করবেন বলে বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিচ্ছেন। এর ফলে এনবিআর সংস্কারে তার প্রতি আস্থা রাখা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *