ছাত্রলীগের সভাপতির বাড়ি থেকে পিস্তল ও১৩ রাউন্ড গুলি উদ্ধার।

আতাইকুলা লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীবের বাড়ি থেকে পিস্তল ও১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে আতাইকুলা থানা পুলিশ।

আজ ১১/০৬/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে আনুমানিক রাত ০১:৩০ ঘটিকা আতাইকুলা থানার টহল পুলিশ দল পুলিশ পরিদর্শক মো:শহিদুল সরদার এর নেতৃত্বে এস আই সুব্রত কুমার হালদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানাধীন লক্ষীপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সজীব প্রামানিক (২৬) পিতা মৃত সামাদ প্রামানিক মাতা: জাহানারা বেগম, লক্ষ্মীপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ওয়ার্ড নং ৫, থানা: আতাইকুলা জেলা: পাবনা এর বসতবাড়ির উত্তর দুয়ারী ধান রাখার ঘরে সানসাইট এর উপরে অ্যালুমিনিয়াম পাতিল এর নিচে পুরাতন পেপার দিয়ে মোড়ানো ট্রিগার ও ফায়ারিং পিন সচল অবস্থায় দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ভর্তি ৬ রাউন্ড গুলি, এবং একই রুমে অন্য স্থানে কাঠের তৈরি ড্রেসিং টেবিলের ড্রয়ার এর ভিতর কাগজ দিয়ে মোড়ানো ০৭ রাউন্ড চিকন গুলি উদ্ধার করেন। অভিযান পরিচালনার পূর্বেই পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ সংগঠনের সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সজিব প্রামানিক কৌশলে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *