আজ আপনাতের মাঝে উপস্থাপন করব নিঃস্বার্থ এক সামাজিক ব্যাক্তি
জনার মোস্তফা ফখরুদ্দিন কে

, তার পিতা নাম মৃত মো: লেয়াকত হোসেন, মাতা মৃত আজিজুন নেছা, চাঁদপুর -০১, কচুয়া উপজেলা ডুমোরীয়া গ্রামের সন্তান। পরবর্তীতে কচুয়া পৌরসভায় ২৯৩,কড়ইয়া নিজস্ব বশত বাড়ি স্থাপন করে ।

মোস্তফা ফখরুদ্দিন ১৯৮৪ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে বানিজ্য বিভাগ থেকে আইকম পাশ করে, পরবর্তীতে ক্রমান্বয়ে ঢাকা সিটি কলেজ থেকে বিকম পাশ করে ।

মোস্তফা ফখরুদ্দিন কচুয়ার সামাজিক কাজগুলোতে ওতোপ্রোত ভাবে যুক্ত হওয়ার জন্যই কচুয়ার পৌরসভার বসতি স্থাপন করে, অটিস্টিক সন্তানদের জন্য অটিস্টিক স্কুল প্রতিষ্ঠিত করেচেন জহিরুল হক সিটি আফতাবনগর ।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে অটিস্টিক স্কুলটি পরিচালিত হয়ে থাকে। মোস্তফা ফখরুদ্দিন ছাত্র জীবন গ্রামের দরবেশ গন্জ হাইস্কুল থেকে এসএসসি পাস করে এবং এক সময় সেই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করে।

প্রতিসপ্তাহে গ্রামরে মানুষ গুলোর খোঁজ খবর কৌশলাদি জানার জন সে গ্রামে যায়, মানুষের পাশে দাঁড়ায়। সে কোন রাজনীতির সাথে এখনো নিজেকে সন্মৃক্ত করিনি।
কিন্তু ২০২৪ এ গন অভ্যুথানের পর আমাদের দামাল ছেলেদের দলকে সমর্থন করে এবং তাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে চায়।

ছাত্রজনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাকে সাজাতে দামাল ছেলেদের সাথে কাজ করতে চায়।
কোন একদিন আবারো জনার মোস্তফা ফখরুদ্দিন এর মত সামাজিক ব্যাক্তিকে খুঁজে আপনাদের কাছে উপস্থাপন করবো ।