বাংলাদেশে সাংবাদিকতা এক মহান পেশা, যার মূল ভিত্তি সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থ। কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই মহান পেশাকে ব্যবহার করে ব্যক্তিগত আক্রোশ কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা চালায়।

সম্প্রতি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, সম্মানিত নেতা #জনাব_হাবিবুর_রহমান_হাবিব ভাইয়ের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট সংবাদ প্রচারিত হয়েছে, যার পেছনে ঈশ্বরদীর স্থানীয় একজন নেতা #জাকারিয়া_পিন্টুর সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হচ্ছে।
গোপনে সাংবাদিকদের আর্থিক সুবিধা দিয়ে এমন মিথ্যা সংবাদ ছড়ানো চরম নৈতিক অবক্ষয় ও সাংবাদিকতা পেশার অবমাননা।

আমরা গভীর উদ্বেগের সাথে সম্প্রতি লক্ষ্য করলাম যে, পাবনা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের এক অজপাড়া গাঁয়ে একজন লোকাল নেতার সংবাদ কাভারেজ করার জন্য আপনারা যেভাবে নিজেদের প্ররোচিত করলেন এর পিছনে কি শুধুই আর্থিক কারণ ছিল? নাকি আরো কোনো স্বার্থ ছিল জনগণ সেটা জানতে চায়!

একজন অখ্যাত নেতার নিউজ কাভারেজ করার জন্য আপনারা ছুটে গেলেন এবং সেই নিউজ দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ায় প্রকাশ করলেন এর পিছনে অবশ্যই কোনো না কোনো স্বার্থ ছিল। পাবনার জনগণের বিভিন্ন দুর্ভোগের কোনো খবর, আপনাদেরকে এভাবে জনগণের সামনে কখনোই উপস্থাপন করতে দেখি নাই। এই কথার জবাব উক্ত সংবাদপত্র এবং টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অবশ্যই জাতীর সামনে দিবেন।
আমরা সাংবাদিক সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা যেন আমদের কলমের মর্যাদা রক্ষা করি। তথ্য যাচাই না করে কিংবা প্ররোচিত হয়ে কোনো মিথ্যা সংবাদ প্রচার না করি, এটা করা আমাদের পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক। জনগণ আমাদের বিশ্বাস করে বলেই আমরা হাতে কলম তুলে নিয়েছি। সেই বিশ্বাস যেন ভঙ্গ না হয়।

অন্যদিকে, #জাকারিয়া_পিন্টু ভাইকে আমরা বলতে চাই—রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, কিন্তু সে মতভেদের পথ যেন হয় যুক্তিনির্ভর ও সম্মানজনক। কাউকে হেয় করতে মিথ্যা প্রচার চালানো কেবল রাজনৈতিক অপকৌশল নয়, এটি সমাজবিরোধী আচরণ।

জনগণ সব দেখে, সব বোঝে। সময়মতো সত্য উদ্ভাসিত হবেই। হাবিবুর রহমান হাবিবের মতো একজন নির্লোভ, ত্যাগী ও অভিজ্ঞ নেতার বিরুদ্ধে এমন অপপ্রচার শুধু ব্যর্থতাই ডেকে আনবে। । ঈশ্বরদী আটঘরিয়া তথা পাবনা জেলা বাসির জন্য কোন কল্যান বয়ে আনবে না ।
সত্য বলুন, ন্যায়ের পক্ষে থাকুন। মিথ্যার রাজনীতি নয়, গঠনমূলক সমালোচনায় করে রাজনীতিকে এগিয়ে নিন।