ওয়াক্ফ আইন নিয়ে কথা বলায় তাঁকে ‘গৃহবন্দী’ করা হয়েছে: অভিযোগ উত্তর প্রদেশ এসপির মুখপাত্রের

ভারতে ওয়াক্ফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে কথা বলায় উত্তর প্রদেশের রাজনৈতিক দল সমাজবাদী পার্টির (এসপি) জাতীয় মুখপাত্র সুমাইয়া রানাকে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। তিনি নিজেই এই অভিযোগ করেছেন। অন্যদিকে লক্ষ্ণৌ পুলিশ থেকে পাঠানো এক নোটিশে ‘শান্তি বজায়’ রাখার স্বার্থে তাঁকে বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

প্রয়াত বিশিষ্ট কবি মুনাওয়ার রানার মেয়ে সুমাইয়া রানা অভিযোগ করেন, তাঁকে ১০ লাখ রুপির একটি ব্যক্তিগত বন্ড এবং একই অর্থমূল্যের দুটি সিকিউরিটিজ সাময়িকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে জমা দিতে বলা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে ৪৫ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, ‘ওয়াক্ফ (সংশোধনী) বিলের (ইতিমধ্য আইনে পরিণত হয়েছে) বিরোধিতা করার কারণে নোটিশ দিয়ে পুলিশ আমাকে চুপ করে দিতে চেষ্টা করছে। আমি এই পুলিশি নোটিশকে আদালতে চ্যালেঞ্জ করব।’

সমাজবাদী পার্টির নারী শাখার এই ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এর আগে পুলিশ আমাকে একটি নোটিশ দিয়েছিল, যা আমি গ্রহণ করিনি। পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা আমাদের কাছে পাঠানো হয়েছে।’

পুলিশি নোটিশে বলা হয়, সুমাইয়া রানার কার্যক্রম ‘শান্তিভঙ্গ ও জনগণের মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে’। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, ‘জনশৃঙ্খলা রক্ষায় তাঁর কাছ থেকে ১০ লাখ রুপির একটি ব্যক্তিগত বন্ড এবং একই সমমূল্যের দুটি সিকিউরিটিজ এক বছরের জন্য কেন নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে হবে।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে আজ সোমবারের মধ্যে তাঁকে উপস্থিত হতে বলা হয়েছে। সুমাইয়া কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন বলেও জানিয়েছেন। আজ সোমবার তাঁর কর্তৃপক্ষের সামনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

নোটিশ জারির বিষয়টি এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ বিতর্কের পর ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় ৫৬ ভোটের ব্যবধানে পাস হয় ওয়াক্ফ (সংশোধনী) বিল। বিলটির পক্ষে ছিল ২৮৮টি ভোট, আর বিপক্ষে ২৩২টি। পরদিন বৃহস্পতিবার গভীর রাতে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ১২৮-৯৫ ভোটে রাজ্যসভায় বিলটি পাস হয়। গত শনিবার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সম্মতির (স্বাক্ষরের) পর বিলটি আইনে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *