( সহকারি সম্পাদক মানিকগঞ্জ- মোশারফ হোসেন খোকন )জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানিকগঞ্জের পাঁচ শহীদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
গণঅভ্যুত্থান ২৪-এ মানিকগঞ্জে শহীদ ব্যক্তিরা হলেন, শিবালয় উপজেলার উলাইল গ্রামের
মো. রহিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, সিঙ্গাইর উপজেলার ধল্লা খানপাড়া গ্রামের বাহাদুর
খানের ছেলে সাদ মাহমুদ খান, হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মহিউদ্দিন মোল্লা, সাটুরিয়া উপজেলার দরগ্রাম গ্রামের শফিকুল ইসলামের ছেলে আফিকুল ইসলাম সাদ এবং সদর উপজেলার পশ্চিম দাশড়া (শহীদ রফিক সড়ক) এলাকার নাছির উদ্দিনের
চেলে শফিক উদ্দিন আহমেদ।
মানিকগঞ্জ জেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ গেজেটভূক্ত ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২৪-এ মানিকগঞ্জে ওই পাঁচজন শহীদ হন। আজ মঙ্গলবার দুপুরে এই পাঁচজন শহীদ পরিবারকে জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবা উল সাবেরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য-সচিব শাহানুর ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুকসহ শহীদ
পরিবারের সদস্যরা। জেলা প্রশাসক বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে থেকে বর্তমান সরকার তাঁদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
এ ছাড়া গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদেরও সুচিকিৎসায় সরকার সচেষ্ট রয়েছে। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে মানিকগঞ্জের পাঁচ শহীদ পরিবারকে এই আর্থিক অনুদান দেওয়া হয়।