আমার ভিজিট আমৃত্যু ৩০০ টাকাতেই থাকবে: ডা. এজাজ

অভিনেতা হিসেবে যেমন পরিচিত, চিকিৎসক হিসেবেও তেমনি বেশ পরিচিতি এই ডা.এজাজুল ইসলামের। যাকে সবাই ডা. এজাজ নামেই চেনেন বা জানেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা গরিবের ডাক্তার হিসেবে প্রশংসিত। অভিনয় ও চিকিৎসা সমান তালেই চালিয়ে যাচ্ছেন তিনি।

নিজের চেম্বারে রোগী দেখার ভিজিট নেন মাত্র ৩০০ টাকা। ডা. এজাজ বলেন, অনেকে বলেন- আমি কেন ভিজিট বাড়াই না? এমনকি আমার স্টাফরাও বলেন, আমার জুনিয়ররাও বেশি ফি নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ৩০০ টাকা নিচ্ছি। এতে আমার মানহানি হবে, এমন কথাও শুনি।কিন্তু এসব আমি কানে নেই না। আমার ভিজিট আমৃত্যু ৩০০ টাকাতেই থাকবে।

তার মতে, অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটা মানসিক ব্যাধি। আমি খেতে পারছি, সন্তানদের পড়াশোনা চালাতে পারছি আল্লাহর রহমতে আমি ভালোই আছি। এর বেশি টাকার দরকারই বা কী?

এদিকে, গরীবের ডাক্তার বলা হয়, এই উক্তিটি শুনতে কেমন লাগে? এমন প্রশ্নে একবার ডা. এজাজ বাংলানিউজে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক ভালো লাগে। কিন্তু অনেকেই ভাবেন- এই লোকটি নিজেই কাজটি করাচ্ছে কিনা? আমার চেম্বারে এখন ছবি তোলা বন্ধ করে দিয়েছি। আগে অনেকেই ছবি তুলতো, পরে দেখতাম অনেক কথা লিখে ফেসবুকে পোস্ট দিয়ে দিছে। বারবার যদি আপনাকে নিয়ে লেখা হয়, তখন মানুষ ভাবতেই পারে এই লোকটার এত প্রচার হয় কেন? সেই দিক থেকে চিন্তা করে চেম্বারে ছবি তোলা বন্ধ করে দিয়েছি। কিন্তু মানুষ যদি আমার প্ররোচনা ছাড়া প্রশংসা করে সেটা ভালো তো লাগেই, অনেক তৃপ্তিও পাই।

বর্তমানে ডা. এজাজ ব্যস্ত আছেন ‘দেনা-পাওনা’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে। পাশাপাশি কিছু খণ্ড নাটকেও অভিনয় করছেন নিয়মিত।

সুত্র-এনএটি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *