জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ মঙ্গলবার দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান মামলাটি করেছেন। অনুসন্ধান দলে ছিলেন উপ-সহকারী পরিচালক সুবিমল চাকমা।
উক্ত মামলার এজাহারে অভিযোগ করা হয়, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৮,৮৩,১১,১৬৬/- টাকার সম্পদ অর্জনের তথ্যাদি প্রদর্শন করেন। বিবরণী যাচাই/অনুসন্ধানকালে তার নামে ১৩,৪৩,৩০,৮৭৯/- টাকার সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া যায়। এক্ষেত্রে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী কর্তৃক দাখিলকৃত বিবরণীতে (১৩,৪৩,৩০,৮৭৯-৮,৮৩,১১,১৬৬) = ৪,৬০,১৯,৭১৩/-টাকার সম্পদ গোপন পাওয়া যায়।

মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর দায়-দেনা বাদে নীট সম্পদের মূল্য পাওয়া যায় ৭,৫২,৯৭,৪১৩/-টাকা। পারিবারিক অন্যান্য ব্যয় পাওয়া যায় ৮,৯৭,১২,০১৩/-টাকা। এক্ষেত্রে পারিবারিক ব্যয়সহ অর্জিত সম্পদের পরিমাণ (৭.৫২,৯৭,৪১৩+৮,৯৭,১২,০১৩)= ১৬,৫০,০৯,৪২৬/-টাকা। ওই সম্পদ অর্জনের বিপরীতে তার ১১,৫২,৫৮,০৩০/- টাকার গ্রহণযোগ্য আয় পাওয়া যায়। এক্ষেত্রে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী (১৬,৫০,০৯,৪২৬-১১,৫২,৫৮,০৩০)= ৪,৯৭,৫১,৩৯৬/-টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪,৯৭,৫১,৩৯৬/-টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয়।